Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ এপ্রিল ২০২৫

হোল্ডিং এর নামজারী

হোল্ডিং এর নামজারী/ নাম পরিবর্তন পদ্ধতি

 

বিভাগ/দপ্তর

 

রাজস্ব বিভাগ

সেবা প্রদানের পদ্ধতি

খরিদ/দান/ওয়ারিশ সূত্রে আংশিক/সম্পূর্ণ মালিকানা প্রাপ্ত হয়ে সংশ্লিষ্ট হোল্ডিং- এ নামজারী করতে ইচ্ছা হলে আবেদনকারীকে হোল্ডিং এর মালিকানা রেজিষ্ট্রার্ড দলিল, পর্চা, ডিসিআর, খাজনার রশিদ এর সত্যায়িত কপি সহ নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট কর কর্মকর্তার বরাবর আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর হোল্ডিং এর পূর্ববর্তী মালিকের আপত্তি আছে কিনা তাহা জানার জন্য নোটিশ প্রদান করা হয় (প্রযোজ্য ক্ষেত্রে)। উক্ত নোটিশ প্রদানের ৩০(ত্রিশ) দিনের মধ্যে আপত্তি না থাকলে নামজারীর বিষয়টি বিবেচনা করা হয়। এই ক্ষেত্রে উক্ত হোল্ডিং এর পৌরকর হাল সন পর্যন্ত পরিশোধ করতে হয়।

সেবা প্রদানের প্রয়োজনীয় সময়

 

প্রয়োজনীয় সকল তথ্য / দলিল পত্রাদি প্রাপ্তি সাপেক্ষে ৬০ দিন।

সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ফি/ ট্যাক্স/ আনুসাংগিক খরচ

 

নামজারী এন্ট্রি ফি ১০,০০০/- (দশ হাজার) টাকা।

সংশ্লিষ্ট আইন কানুন/ বিধি বিধান

 

১৯৮৬ সনের মিউনিসিপ্যাল কর্পোরেশন (ট্যাক্সেশন রুলের ২৬(বি) ধারা।

অন্যান্য বিধান

 

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পর্যন্ত অনুমোদন।